| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী পেটে লাথি দেয়ার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না : শ্রমিক ইউনিয়ন


পেটে লাথি দেয়ার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না : শ্রমিক ইউনিয়ন


রহমত নিউজ ডেস্ক     01 November, 2023     11:24 AM    


রাজনৈতিক সমস্যার সমাধানে হরতাল-অবরোধ না দিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক নেতারা। তাদের দাবি, পরিবহন শ্রমিকরা তাদের চাকরি হারানোর ঝুঁকিতে আছে। এভাবে হরতাল-অবরোধ চলতে থাকলে মালিকপক্ষ বসিয়ে রেখে শ্রমিকদের বেতন দেবে না। যার ফলে ভয়াবহ সমস্যায় পড়বে দেশের হাজারো পরিবহন শ্রমিক ও তাদের পরিবার।

বুধবার (১ নভেম্বর) বেলা ১০টায় মহাখালী বাস টার্মিনালের হরতাল-অবরোধবিরোধী মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন। মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. মোতালেব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল মিয়া, প্রচার সম্পাদক মো. সুমন মিয়াসহ আরও অনেকে।

ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউসুফ আলী মৃদা বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা অনেক কষ্টে আছে। কোনো হরতাল-অবরোধ হানাহানি চাই না। আমরা চাই আলোচনা বা অন্য কোনো প্রক্রিয়ায় আপনাদের রাজনৈতিক বিষয় মীমাংসা করুন। না হলে সামনের দিনে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নই। আমরা সাধারণ মানুষ। আমরা চাই দেশে শান্তি। আমরা কোনো হরতাল-অবরোধ মানব না। আমাদের গাড়ি চলছে, এমনকি সামনের দিনেও চলবে। বাস বন্ধ রাখলে আমাদের পেট চলবে না। শত শত শ্রমিক এবং তাদের পরিবার না খেয়ে থাকবে। দয়া করে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি করবেন না।

ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, আমরা এপারের যাত্রী ওপারে নিয়ে যাই, ওই পাড়ের যাত্রী এপারে নিয়ে আসি। এভাবেই আমাদের পেট চলে। এখন যদি কেউ আমাদের পেটে লাথি দেওয়ার চেষ্টা করে, এর পরিণাম ভালো হবে না। আমাদের শ্রমিকরা অনেক পরিশ্রম করে। অন্যান্য অফিস-আদালতে নির্ধারিত ৮ ঘণ্টা ডিউটি। আমাদের চালক শ্রমিকরা ২৪ ঘণ্টাই সড়কে থাকে। এখানে ঘুম-আরামের জায়গা নেই, বাসে বসেই খায় এবং বাসেই একটু ঘুমায়। পরিবার আত্মীয়-স্বজন রেখে সাধারণ মানুষের পরিবহন সেবায় তারা তাদের সারাটা জীবন সড়কে কাটিয়ে দেয়। অনুগ্রহপূর্বক কর্মসূচি দেওয়ার আগে তাদের কথা চিন্তা করবেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা